ক্লাউড কম্পিউটিং-এর বৈশিষ্ট্যসমূহ
- রিসোর্স স্কেলেবিলিটি (Resource Scalibility): ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে।
- অন-ডিমান্ড (On Demand): ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- পে-অ্যাজ-ইউ-গো (Pay as you go): এটি একটি পেমেন্ট মডেল যেখানে ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্য পেমেন্ট করবে।