ই-মেইল সংক্রান্ত কতিপয় টার্মস
- To: যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ঠিকানা এখানে টাইপ করতে হয়।
- CC: পূর্ণরূপ Carbon Copy। যাদের কাছে প্রেরক ই-মেইল পাঠাবে তাদের ঠিকানা এই ঘরে টাইপ করতে হয়। [বেবিচক (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১]
- Bee: পূর্ণরূপ Blind Carbon Copy। এটাও cc এর ন্যায় তবে পার্থক্য হলো cc তে যে অ্যাড্রেসগুলো উল্লেখ করা হয় তা সকল গ্রাহকের কাছে তালিকা আকারে পৌঁছায়। কিন্তু Bcc তে গ্রাহক শুধু নিজের এড্রেস দেখতে পারে। তালিকার অন্যদের এড্রেস দেখতে পারে না। [রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১]
- Subject: ই-মেইলের মূল বিষয় এখানে উল্লেখ করতে হয়।
- Body: The actual text of Email অর্থাৎ ই-মেইলের মূল অংশকে Body বলা হয়।
- Spam: অপ্রয়োজনীয় মেইল এখানে সঞ্চিত হয়।
- Draft: যে মেইল পাঠানো হয়নি সেই মেইলগুলো এখানে জমা থাকে।