ই-মেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত। ইমেইল ঠিকানার গঠন: username@domain. যেমন: [email protected] এখানে tanvir বা @ চিহ্নের আগের অংশটি হলো username অর্থাৎ ব্যবহারকারীর নাম এবং @ এর পরের gmail.com হলে Domain Name।
ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকবে।
১৯৭১ সালে সর্বপ্রথম E-mail ঠিকানায় @ চিহ্ন (At Sign) ব্যবহৃত হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি