চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ-নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেয়াকে টেলিমেডিসিন বলে।
- ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। এর মাধ্যমে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছ থেকে রোগী চিকিৎসা পেয়ে থাকে।
- বাংলাদেশে ১৬২৬৩ নম্বরে ফোন করার মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়া যায়।
- রোগ নির্ণয় ও গবেষণায় যেমন: CT scan, X-ray, ECG, ETT, এনজিওগ্রাম ইত্যাদি প্রযুক্তি ব্যবহৃত হয়।
- ডায়াবেটিস নির্ণয়ে ব্যবহৃত হয় বায়োসেন্সর।
- Electronic Health Record (EHR) প্রণয়ন এবং সংরক্ষণ করা।
- EHR কে Electronic Medical Report (EMR) বা Computerized Patient Record (CPR) ও বলা হয়।