ব্যাংক ও ব্যবসায় ক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার
- ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ব্যাংকিং কার্যক্রমকেই ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলে। একে e-banking বা Virtual banking ও বলা হয়।
- ২০১০ সালে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে।
- মোবাইল ব্যাংকিং সেবায় বর্তমানে শীর্ষ পর্যায়ে রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান- 'বিকাশ'।
- বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম টেলিব্যাংকিং সেবা চালু করে।
- ATM (Automated Teller Machine), CDM (Cash Deposit Machine), i-Banking (Internet Banking) সহ ব্যাংকিং কার্যক্রমের প্রতিটা ক্ষেত্রে অটোমেশনের আওতায় এসেছে যার ফলে কম্পিউটারের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
- MICR (Magnetic Ink Character Recognition) Technology এর মাধ্যমে ব্যাংকের চেক বই প্রস্তুত করা হয়।
- BACH (Bangladesh Automated Clearing House) এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বরে টাকা পাঠানো সম্ভব হচ্ছে। এছাড়া পেমেন্টের জন্য NPS (National Payment Switch) চালু হয়েছে।
- RTGS (Real Time Gross Settlement) এর মাধ্যমে Transaction সম্পন্ন করতে কম্পিউটারের ভূমিকা অনস্বীকার্য।
- POS (Point of Sale) এর মাধ্যমে কেনা-বেচা সহজে সম্পন্ন করতে কম্পিউটার ভূমিকা পালন করে।
- M-Commerce, E-Commerce-এর সাহায্যে অনলাইনের মাধ্যমে পণ্য কেনা-বেচা ও অন্যান্য আর্থিক লেনদেন সম্পাদন করা হয়।