চতুর্থ শিল্প বিপ্লব
✓ চতুর্থ শিল্প বিপ্লব (Fourth Industrial revolution) হল উৎপাদন পদ্ধতি ও প্রযুক্তিতে স্বয়ংক্রিয়করণ এবং তথ্য আদান প্রদানের প্রচলন।
✓ চতুর্থ শিল্পবিপ্লব টার্মটি প্রথম ব্যবহার করেন World Economic Forum এর প্রতিষ্ঠাতা Klaus Schwab.
✓ চতুর্থ শিল্পবিপ্লবের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে: Cyber-Physical Systems (CPS), Internet of Things (IoT), Cognitive Computing, Cloud Computing, Artificial Intelligence, Machine Learning, Data Science, Robotics ইত্যাদি।