রোবটিক্স

রোবটিক্স

✓ টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে। 

✓ রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। 

✓ Robot শব্দটি মূলত এসেছে প্লাভিক শব্দ Robota হতে যার অর্থ শ্রমিক। 

✓ সর্বপ্রথম Robotics শব্দটি ব্যবহার করেন আইজ্যাক আশিমো।

✓ ChondroBot-2 হলো বাংলাদেশ ব্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র কর্তৃক উদ্ভাবিত রোবট। 

✓ কাজের প্রয়োজনে রোবটকে ৩৬০° পর্যন্ত ঘুরানো যায়।

উল্লেখযোগ্য কয়েকটি রোবট নিম্নরূপ: 

  • জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয় 
  • সনি কর্পোরেশনের আইবো 
  • হোন্ডা কোম্পানির আসিমো 
  • হ্যানসন রোবটিক্স কোম্পানির সোফিয়া 

✓ কলকারখানায় জিনিসপত্র সংযোজন, প্যাকিং এবং জিনিসপত্র পরিবহনের জন্য জিনিসপত্র উঠানামা ও স্থাপনের জন্য, যুদ্ধক্ষেত্রে, ড্রাইভারের বিকল্প হিসেবে, IC বানানোর জন্য এবং PCB (Printed Circuit Board) বানানোর জন্য, চিকিৎসা ক্ষেত্রে, মহাকাশে পরিবেশ পরিচ্ছন্নতা ইত্যাদি ক্ষেত্রে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

✓ রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম হ্যানসন রোবটিক্স। 

✓ সোফিয়া হচ্ছে প্রথম রোবট যে কোনো দেশের নাগরিকত্ব লাভ করেছে। ২০১৭ সালে অক্টোবরে সৌদি আরব সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে।

Reference: