OR গেইট
OR গেইট
- অর গেইটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে।
- যেকোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অর্থাৎ সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। অন্য সকল অবস্থায় আউটপুট 1 হয়।
- OR গেটকে সমান্তরাল বর্তনীতে (Parallel Circuit) যুক্ত সুইচের সাথে তুলনা করা যায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি