Joint Comprehensive Plan of Action (JCPOA): ১৪ জুলাই, ২০১৫ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন) জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে 'Joint Comprehensive Plan of Action' (JCPOA) নামক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ইরান চুক্তি বা ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত। ২০১৮ সালের ৮ মে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।