দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর
পূর্ণসংখ্যার ক্ষেত্রে: দশমিক সংখ্যাকে পর্যায়ক্রমে ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষগুলোকে একত্রে করে দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমেল সমকক্ষ সংখ্যা পাওয়া যায়।
ভগ্নাংশের ক্ষেত্রে: দশমিক ভগ্নাংশকে হেক্সাডেসিমেলে রূপান্তরের জন্য শূন্য না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত ১৬ দিয়ে গুণ করতে হবে।