হাইব্রিড (Hybrid) কম্পিউটার
- এনালগ ও ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত।
- ইনপুট এনালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির।
- উদাহরণ: হাসপাতালে রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া, শরীরের তাপ পরিমাপ করতে, পরমাণু শক্তি উৎপাদন, জঙ্গি বিমান, মহাকাশযান ক্ষেপনাস্ত্র নিক্ষেপ ইত্যাদি।
আকার-আয়তন, কাজ করার ক্ষমতা প্রভৃতির উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে চারভাগে ভাগ করা যায়। যথা-
- সুপার কম্পিউটার
- মেইনফ্রেম কম্পিউটার
- মিনি কম্পিউটার
- মাইক্রো কম্পিউটার/পার্সোনাল কম্পিউটার