কৃষি ও শিল্প বিপ্লব

কৃষি ও শিল্প বিপ্লব 

কৃষি ও শিল্প বিপ্লব Agricutural & Industrial Revolution ৬ অষ্টাদশ শতাব্দীতে উন্নত চাষাবাদের যন্ত্রপাতি ও চাষাবাদ কৌশল আবিষ্কারের মাধ্যমে ব্রিটিশরা খাদ্য উৎপাদনে উৎকর্ষ অর্জন করে। এটি 'ব্রিটিশ কৃষি বিপ্লব' নামে পরিচিত। ব্রিটেনে কৃ যি বিপ্লবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল শিল্প বিপ্লব। আঠারো শতকের শেষার্ধে শিল্পোৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সাধারণভাবে তাই শিল্প বিপ্লব নামে পরিচিত। 'শিল্প বিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি। সমাজতান্ত্রিক লেখক জেরোমি ব্লাংকি। অধিকাংশ ঐতিহাসিকের মতে শিল্প বিপ্লব শুরু হয় ১৭৬০ এবং চূড়ান্ত পরিণতি লাভ করে। ১৮৪০ সালে। ১৭৬৯ সালে স্কটিশ প্রকৌশলী জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন (Steam engine) আবিষ্কার করেন। বাষ্প চালিত যন্ত্রের ব্যবহারের ফলে বড় বড় ফ্যাক্টরি গড়ে উঠে এবং শিল্পোৎপাদনের হার বৃদ্ধি পায়। শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল সামন্তবাদী। শিল্প বিপ্লব এর ফলে ইংল্যান্ড বিশ্বের প্রথম শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয়। ইংল্যান্ডের শিল্পপণ্য পৃথি বীর সব দেশে রপ্তানি হতো এবং এজন্য ইংল্যান্ডকে বলা  "পৃথিবীর কারখানা (Workshop of the world)"। মূলত টেক্সটাইল খাতের বিকাশের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়। উনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয়।

Reference: