মনোবিজ্ঞান

মনোবিজ্ঞান হল মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত বিদ্যা। এটি সমাজবিজ্ঞানের একটি শাখা।

  • মনোবিজ্ঞানের জনক জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড
  • আধুনিক মনোবিজ্ঞান জনক অস্ট্রিয়ার স্নায়ু চিকিৎসক সিগমন্ড ফ্রয়েড

মনোসমীক্ষণঃ সিগমন্ড ফ্রয়েড মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হয় । Ego (অহংবোধ বা আত্মমর্যাদা) মনোসমীক্ষণ তত্ত্বে আলোচিত হয় ।

অবসেশন এক ধরনের মর্মপীড়াদায়ক চিন্তা, ছবি অথবা তাড়না, যা মনের ইচ্ছার বিরুদ্ধে মাথায় আসে । এই চিন্তাভাবনাগুলো বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় এবং কোনো যুক্তির ধার ধারে না।

Reference: MP3 বিজ্ঞান