অনুজীব

অনুজীব হলো এমন ক্ষুদ্র জীব, যা খালি চোখে দেখা যায় না এবং মাইক্রোস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করতে হয়। এদের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক এবং শৈবাল অন্তর্ভুক্ত। অনুজীবরা প্রাকৃতিক পরিবেশ, মানবদেহ এবং জীববিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু অনুজীব রোগ সৃষ্টি করে, যেমন- টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া। আবার কিছু অনুজীব মানুষের জন্য উপকারী, যেমন- ল্যাকটোব্যাসিলাস, যা দুধকে দইয়ে পরিণত করে, এবং নাইট্রোজেন-স্থিরকারী ব্যাকটেরিয়া, যা মাটির উর্বরতা বাড়ায়। এরা খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ উৎপাদন, এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুজীব জীববিজ্ঞানের গবেষণায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Reference: