উদ্ভিদের সমন্বয়

উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদের দেহে উৎপাদিত বিশেষ কোন জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থগুলোকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু হিসেবে আখ্যায়িত করা হয়। উদ্ভিদের যে সব হরমোন পাওয়া যায় সেগুলো হলো অক্সিন, জিব্বেরেলিন, ও সাইটোকাইনিন যা বৃদ্ধি সহায়ক। অ্যাসকরবিক এসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে । ইথিলিন হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সহায়তা করে। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয়। ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে ।

Reference: