পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণত্ব, ঘনত্ব ও উষ্ণতার পাথকের জন্য সমুদ্রের ভাল এক জায়গা থেকে জন্য জায়গায় নিয়মিতভাবে সারাবছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। সমুদ্র জলের এই গতিকে সমুদ্রস্রোত (Ocean Current) বলে।
সমুদ্রস্রোত উৎপত্তির কারণঃ
১) বায়ুপ্রবাহ : বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের প্রধান কারণ ।
২) উষ্ণতার তারতম্য
৩) লবণাক্ততার তারতম্য
৪) বাস্পীভবনের তারতম্য
৫) গভীরতার তারতম্য
৬) পৃথিবীর আবর্তন
৭) স্থলভাগের অবস্থান ।