রক্ত সংবহনতন্ত্র হলো মানবদেহে রক্ত, পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং হরমোন পরিবহনের জন্য দায়ী একটি জটিল শারীরবৃত্তীয় ব্যবস্থা। এটি হৃদপিণ্ড, রক্তনালি (ধমনি, শিরা এবং কৈশিক নালি), এবং রক্ত দিয়ে গঠিত।