শ্বসনতন্ত্র

শ্বসনতন্ত্র (Respiratory System) হল শরীরের সেই ব্যবস্থা যা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। শ্বসনতন্ত্রের মূল কাজ হলো শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গসমূহ হলো নাসিকা (যার মাধ্যমে বাইরের বাতাস প্রবাহিত হয়), শ্বাসনালি (Trachea), শ্বাসকোষ (Lungs), এবং ফুসফুসের এলভিওলি (Alveoli), যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান ঘটে। শ্বাসকোশের মাধ্যমে শরীর অক্সিজেন গ্রহণ করে এবং রক্তের মাধ্যমে তা শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যায়, পরবর্তীতে কোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। শ্বসনতন্ত্রের সুস্থতা বজায় রাখা শরীরের সাধারণ কার্যক্রম সঠিকভাবে চলতে সাহায্য করে এবং জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Reference: