পৃষ্ঠটান (Surface Tension):
তরল মাত্রই একটি ধর্ম আছে তরল পৃষ্ঠ সর্বদা সংকুচিত হয়ে সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়। তরলের মধ্যে যে বলের প্রভাবে এই বিশেষ ধর্ম প্রকাশ পায়, সেই বলকেই পৃষ্ঠটান বলে । তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। আন্তর্জাতিক পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন/মিটার। তলীয় টানের জন্য পানির ছোট ফোঁটা বা বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয় । পৃষ্ঠটানের জন্যই নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় ।
কৈশিক ক্রিয়া (Capillary Action):
কৈশিক নলের মধ্যে তরলের উঠা বা নামা হলো কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়ার মাধ্যমে তরলের (যেমন- পানি, তৈল ইত্যাদি) একটি অণু উপরে উঠে আসার সময় সংসক্তি বলের কারণে তার সাথে লেগে থাকা অন্য অণুটিও উপরে উঠে আসে। এ প্রক্রিয়ায় কুপি হতে সলিতায় তেল আসে।
সান্দ্রতা (Viscosity):
তরল পদার্থের অভ্যন্তরীণ ঘর্ষণের ফলে প্রবাহে (বয়ে যেতে) বাধা দেবার প্রবণতাকে সান্দ্রতা বলে। সান্দ্রতার একক Poise বলে।