নবায়নযোগ্য শক্তি

 নবায়নযোগ্য শক্তি (Renewable energy):

যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন- সৌরশক্তি, বায়োগ্যাস, বায়ুপ্রবাহ, পানি, সমুদ্রস্রোত, পানির জোয়ার-ভাটা, হাইড্রোজেন শক্তি প্রভৃতি । নবায়নযোগ্য শক্তির ক্রয়মূল্য শূন্য।

সৌরশক্তি (Solar energy) : সূর্য সকল শক্তির উৎস। সৌরশক্তি সূর্যরশ্মি থেকে আহৃত শক্তি । আংশিক পরিবাহী উপকরণ (সাধারণত সিলিকন) নির্মিত সৌর কোষসমূহের (ফটোভোল্টিক বা পিভি কোষ) প্যানেল ব্যবহার করে সৌরশক্তি ধরে রাখা হয়। এটিকে সূর্যালাক দ্বারা আলোকিত করা হলে বিদ্যুৎ উৎপাদিত হয়। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর শক্তি কেন্দ্র (Solar Park/ Power plant) এবং সৌরচুল্লি (Solar furnace) যথাক্রমে ভারতের জয়পুরের ভাদলা সৌর পার্ক এবং ফ্রান্সের ওডিলো। সৌর শক্তি কেন্দ্র এবং সৌরচুল্লী এক নয়। সৌর শক্তি কেন্দ্রে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে, সৌরচুল্লী উচ্চ তাপমাত্রা সৃষ্টিতে ব্যবহৃত হয় - যা মূলত শিল্প কারখানায় ব্যবহৃত হয়।

বায়োগ্যাস (Biogas) : গরু, মহিষ প্রভৃতি গবাদি পশুর গোবর কাজে লাগিয়ে তা থেকে যে গ্যাস তৈরি করে ব্যবহৃত হচ্ছে, এই গ্যাসকে বলা হয় বায়োগ্যাস। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। বায়োগ্যাস প্লান্টের প্রধান কাঁচামাল গোবর ও পানি। এদের পরিমাণের অনুপাত ১ : ২। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টেশন প্রক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বায়োগ্যাসে মিথেনের পরিমাণ ৬০-৭০% । বায়োগ্যাস তৈরির পর যা অবশিষ্ট থাকে তা সার হিসেবে ব্যবহৃত হয়।

Reference: MP3 বিজ্ঞান