দুর্নীতি

দুর্নীতি

দুর্নীতি প্রসঙ্গে বিখ্যাত উক্তি-

প্লেটো                    শাসক যদি ন্যায়পরায়ণ হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন                                তাহলে আইন নিরর্থক।

                  

লর্ড অকটন         Power tends to corrupt and absolute power corrupts absolutely (ক্ষমতা মানুষকে                                      দুর্নীতিগ্রস্ত করে, চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে)।

 

পানামা পেপারস কেলেঙ্কারি (৩ এপ্রিল, ২০১৬): পানামার একটি আইন প্রতিষ্ঠান 'মোসাক ফনসেকা' International Consortium of Investigative Journalists (ICIJ) ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকির গোপন নথি ফাঁস করে। কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করতে বাধ্য হন আইসল্যান্ড ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী।

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি (৫ নভেম্বর, ২০১৭): বিশ্বের ক্ষমতাধর ও ধনাঢ্য ব্যক্তিদের অফসোর কোম্পানিতে বিনিয়োগের নাম করে বিদেশে অর্থ পাচার ও কর ফাঁকির গোপন নথি প্রকাশিত হয়।

জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশন (United Nations Convention against Corruption: UNCAC) স্বাক্ষরিত হয় ২০০৩ সালে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)

প্রতিষ্ঠাকাল১৯৯৩ সাল
প্রতিষ্ঠাতাপিটার ইজেন
সদর দপ্তরবার্লিন, জার্মানি
উদ্দেশ্যদুর্নীতি প্রতিরোধ
Note
  • TIB Transparency International Bangladesh.
  • CPI Corruption Perceptions Index

 

আন্না হাজারে (প্রকৃত নাম কিষাণ বাবুরাও হাজারে) একজন নিয়ন্ত্রণ ভারতীয় সমাজ সংস্কারক। ২০১১ সালের ৫ এপ্রিল থেকে তিনি সরকারি কার্যালয়ে দুর্নীতি রোধে জন 'লোকপাল বিল আইন' রূপে বলবৎ করার দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আমরণ অনশনে বসেন ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক