চলচ্চিত্র

খ) চলচ্চিত্র (Film)

১৮৯৫ সালে প্যারিসে ফরাসি লুমিয়ার ভ্রাতৃদ্বয় বায়োস্কোপের প্রথম সফল বাণিজ্যিক প্রদর্শনী করেন।

• হলিউড ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের একটি এলাকা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র। হলিউডের উল্লেখযোগ্য চলচ্চিত্র নিম্নরূপ-

টাইটানিক (১৯৯৭): পরিচালক - জেমস ক্যামেরন।

চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক সহ ১১টি বিভাগে অস্কার লাভ করে। ১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ 'টাইটানিক' এর করুণ পরিণতির পটভূমিতে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।

স্লামডগ মিলিওনিয়ার (২০০৮): পরিচালক- ড্যানি বয়েল।

সংগীত পরিচালক - এ আর রহমান।

পাইরেটস অব দি ক্যারিবিয়ান (২০০৩) একটি সিরিজ চলচ্চিত্র। পরিচালক গোর ভারবিনস্কি।

ফারেনহাইট ৯/১১ (২০০৪): মাইকেল ম্যুর পরিচালিত একটি প্রামাণ্য চলচ্চিত্র।

• বলিউড ভারতের মুম্বাই শহরে অবস্থিত হিন্দি ভাষার চলচ্চিত্রের পীঠস্থান। বলিউড শব্দটি হলিউডের নামের        সাথে মিল রেখে পূর্বতন বোম্বে শহরের নামে রাখা হয়।

• নলিউড নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্পসংস্থা  ।
 

আলোচিত চলচ্চিত্র

•ব্যাটলশিপ পটেমকিন (১৯২৫) একটি রুশ চলচ্চিত্র। পরিচালক সের্গেই আইজেনস্টাইন।

• বাইসাইকেল থিফ (১৯৪৮) একটি ইতালীয় চলচ্চিত্র। পরিচালক ভিত্তোরিও দে সিকা।

•রশোমন (১৯৫০) একটি জাপানী চলচ্চিত্র। পরিচালক আকিরা কুরোসাওয়া। -

•সিটি অব জয় (১৯৯২) চলচ্চিত্রটি ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে ইংলিশ ভাষায় নির্মিত হয়। পরিচালক রোনাল্ড জোফফে। এই চলচ্চিত্রে কলকাতা নগরীর দীনতা প্রকাশ পেয়েছে।

•Run Lola Run (১৯৯৮) একটি জার্মান চলচ্চিত্র। পরিচালক - Tom Tykwer |

•Innocence of Muslims (২০১২) যুক্তরাষ্ট্রে নির্মিত মুসলিমবিদ্বেষী একটি বিতর্কিত চলচ্চিত্র ট্রেইলার। চলচ্চিত্রের পরিচালক নিজেকে স্যাম বাসিল নামে পরিচয় দেন।

চলচ্চিত্র উৎসব

কান চলচ্চিত্র উৎসব ১৯৪৬ সালে প্রথম চালু হয়। উৎসবটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের কান শহরে। কান চলচ্চিত্র উৎসবে প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম (Golden Palm) ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক