(ক) সম্প্রচার মাধ্যম (Broadcast Media)
British Broadcasting Corporation (BBC) হচ্ছে পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান। ১৯২২ সালে BBC প্রতিষ্ঠিত হয়। লন্ডনে বিবিসির প্রধান কার্যালয় অবস্থিত। বুশ হাউস (Bush house) লন্ডনে অবস্থিত বিবিসি'র প্রাক্তন প্রধান কার্যালয়।
Cable News Network (CNN) একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এটি সংবাদ ও সংবাদের বিশ্লেষণ সম্প্রচার করে থাকে। ১৯৮০ সালে টেড টার্নার এটি প্রতিষ্ঠা করেন।
আল জাজিরা হলো মিডিয়া নেটওয়ার্ক মালিকানাধীন এবং কাতারের দোহা থেকে সম্প্রচারিত একটি সংবাদভিত্তিক আরবি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ১ নভেম্বর, ১৯৯৬ সালে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।
আল হুররা (Alhurra) হলো যুক্তরাষ্ট্রভিত্তিক আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে ২০০৪ সালে ১৪ ফ্রেব্রুয়ারি চ্যানেলটির সম্প্রচার শুরু করে।
Star Sports Network (পূর্বনাম ESPN Star Sports) মুম্বাইভিত্তিক একটি স্যাটেলাইট ক্রীড়া নেটওয়ার্ক।
Arirang TV সিওল, দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইংরেজি ভাষার টেলিভিশন নেটওয়ার্ক।