অলিম্পিক

অলিম্পিক

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান অলিম্পিক। খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতাই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণার সৃষ্টি। আধুনিক অলিম্পিকের অপর নাম গ্রীষ্মকালীন অলিম্পিক (Summer Olympic)। ২৩ জুন, ১৮৯৪ সালে ব্যারন পিয়ারে দ্য কুবার্তা (অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী) International Olympic Committee (IOC) গঠন করে। এ জন্য ব্যারন পিয়ারে দ্য কুবার্তাকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয়। সুইজারল্যান্ডের লুসানে অলিম্পিকের সদর দপ্তর এবং অলিম্পিক মিউজিয়াম অবস্থিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসে ১৮৯৬ সালের ৬ এপ্রিল গ্রিসের এথেন্সে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে মেয়েরা অলিম্পিকে মেয়েরা করে। আধুনিক অলিম্পিকের সবচেয়ে বেশি আসর বসে লন্ডনে (১৯০৮, ১৯৪৮ ও ২০১২ সালে)। ১৯৬৪ সালে জাপানের টোকিওতে অলিম্পিকের চতুর্দশ আসর বসে। এটি ছিল এশিয়ার কোন শহরে অলিম্পকের প্রথম আসর। অলিম্পিক আসরেরকোন আয়োজন আফ্রিকা মহাদেশে আজও অনুষ্ঠিত হয়নি। শীতকালীন অলিম্পিকের জন্ম হয়েছিল তুষার ও বরফের বিভিন্ন খেলাকে উৎসাহ দেয়ার জন্য যা গ্রীষ্মকালে আয়োজন করা প্রায় অসম্ভব। প্যারাঅলিম্পিক আয়োজন করা হয় প্রতিবন্ধীদের জন্য।

অলিম্পিক পতাকায় সাদা পটভূমির উপর ৫টি বৃত্ত ৫টি মহাদেশকে নির্দেশ করে। বৃত্তগুলোতে ব্যবহৃত রংগুলো হলো - ইউরোপের জন্য নীল; এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওশেনিয়ার জন্য সবুজ ও আমেরিকার জন্য লাল।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক