দাবা,ব্রিজ

দাবা (Chess)

দাবা (চতুরঙ্গ) খেলার প্রথম প্রচলন হয় ভারতবর্ষে। ১৬টি করে গুটি দ্বারা ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা। যেকোন উপায়ে রাজাকে বন্দি করাই হলো দাবা খেলার মূল লক্ষ্য। প্রতিপক্ষের রাজা আক্রান্ত হয়ে কোনো ঘরে যাওয়ার সুযোগ না থাকলে কিস্তিমাত বা চেকমেটের সাহায্যে খেলা শেষ করা হয়। খেলায় প্রত্যেক রাজা একবার একটি বিশেষ পদক্ষেপ নিতে পারে যা Castling হিসাবে পরিচিত। ভারতের বিশ্বনাথ আনন্দ দাবা খেলার জন্য বিখ্যাত।

দাবার খেতাব (মর্যাদার ক্রমানুসারে)

Grandmaster (GM)
International Master (IM)
FIDE Master (FM)
Candidate Master (CM)

ব্রিজ (Bridge)

ব্রিজ ৫২টি কার্ড ব্যবহার করে চার জনের কৌশল গ্রহণকারী একটি খেলা। যা প্রত্যেকে আলাদা অথবা দুজন করে টিম গঠন করে খেলা যায়। ব্রিজ খেলার একটি প্রতিযোগিতা Holkar Trophy ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক