গলফ, মুষ্টিযুদ্ধ

গলফ

Fairway, Pitch Shot, Bogey (বগী), Par, Birdie, Eagle, Albatross প্রভৃতি শব্দ গলফ খেলার সাথে সম্পর্কিত। মার্কিন গলফার 'টাইগার উডস' ছিলেন বিশ্বের অন্যতম সেরা গলফ খেলোয়াড়। Ryder Cup গলফ খেলার উল্লেখযোগ্য টুর্নামেন্ট।

মুষ্টিযুদ্ধ

বক্সিং খেলাটি উদ্ভাবন করেন থিসিয়াস। বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন-

  • মোহাম্মদ আলী (১৯৪২-২০১৬ খ্রি.) একজন মার্কিন বক্সার। তাঁর পূর্বনাম ক্যাসিয়াস ক্লে। তিনি 'পারকিনসন' রোগে কাতর ছিলেন।
  • ফ্লোয়েড মেওয়েদার জুনিয়র একজন মার্কিন বক্সার। ২০১৫ সালে লস ভেগাসে ফিলিপাইনের ম্যানি পাকিয়াওকে হারিয়ে মেওয়েদার জয় করেন 'ফাইট অব দ্যা সেঞ্চুরি'।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক