টেনিস

টেনিস

ক) নিয়মাবলী: আধুনিক টেনিসের জন্ম হয় ইংল্যান্ডে। ১৮৭৩ সালে আধুনিক লন টেনিসের উদ্ভাবন করেন ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড। volley টেনিসের এক ধরনের শট।

খ) আন্তর্জাতিক আসর: আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেনিস ইভেন্ট গ্র্যান্ডস্লাম। গ্র্যান্ডস্লাম হলো ৪টি স্লাম টুর্নামেন্ট Australian Open, French Open, Wimbledon এবং US Open। গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে উল্লিখিত ৪টি ট্রফি জিততে হয়। ইংল্যান্ডের 'উইম্বলেডন' কে টেনিসের সবচেয়ে পুরাতন এবং মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচনা করা হয়। ১৯০০ সালে প্রবর্তিত হয় অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট 'ডেভিস কাপ'।

গ) খ্যাতিমান খেলোয়াড়

মার্টিনা নাভ্রাতিলোভা (যুক্তরাষ্ট্র) উইম্বলেডন চ্যাম্পিয়নশীপে সর্বাধিক ৯ বার (১৯৭৮-৭৯, ১৯৮২-৮৭, ১৯৯০) একক শিরোপা জয় করেন ।

সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) তাঁর বড় বোন ভেনাস। উইলিয়ামসও একজন টেনিস খেলোয়াড়।

স্টেফি গ্রাফ (জার্মানি) ১৯৮৮ পঞ্জিকাবর্ষে চারটি একক গ্রান্ডস্লাম ও সিউল অলিম্পিক স্বর্ণজয়ের মাধ্যমে 'গোল্ডেন স্লাম' শিরোপা জয় করেন।

রাফায়েল নাদাল (স্পেন) পুরুষ এককে সর্বাধিকবার 'ফেঞ্চ ওপেন' শিরোপা বিজয়ী।

মারিয়া শারাপোভা (রাশিয়া) আত্মজীবনীমূলক গ্রন্থ'Unstoppable: My Life So Far'.

সানিয়া মির্জা (ভারত) মহিলা এককে এখনও 'গ্রান্ড স্লাম' শিরোপা জয় করতে পারেননি।

মার্টিনা হিঙ্গিস (সুইজারল্যান্ড) টেনিস তারকা।

কিম ক্লাইস্টার্স (বেলজিয়াম) টেনিস তারকা।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক