ভলিবল
ভলিবল খেলাটির উদ্ভব হয় যুক্তরাষ্ট্রে। এটি আয়তাকার কোর্টে দু'টি দলের খেলা। কোর্টের মাঝখান বরাবর একটি নেট থাকে। নেটের উচ্চতা পুরুষদের জন্য ২.৪৩ মি. ও মহিলাদের জন্য ২.২৪ মি. হয়। প্রত্যেক দলে ৬ জন করে খেলোয়াড় থাকে। ৬ জন খেলোয়াড় ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে রোটেশন করে। বিপক্ষ দলের সার্ভিস নষ্ট হওয়ার পর যখন অপর দল সার্ভিস করবে তখন এই রোটেশন সম্পন্ন করতে হয়।