বিশ্ববিদ্যালয়
নালন্দা মহাবিহার ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র। খ্রিষ্টীয় ৪২৭ অব্দ থেকে ১১৯৭ অব্দের মধ্যবর্তী সময়ে নালন্দা ছিল একটি প্রসিদ্ধ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র।
এই মহাবিহারকে ইতিহাসের শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম মনে করা হয়। রাজা দেবপালের পৃষ্ঠপোষকতায় সমগ্র এশিয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে ওঠেছিল। ১১৯৩ সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নালন্দা মহাবিহার ধ্বংস করে ফেলেন। ১ সেপ্টেম্বর, ২০১৪ নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠিত হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ 'রোডস স্কলারশিপ' দেয়া হয়। কেপ কলোনীর (বর্তমানে দক্ষিণ আফ্রিকা) প্রধানমন্ত্রী সিসিল জন রোডস এর নামানুসারে এই স্কলারশিপের নামকরণ করা হয়। 'বোদলীয়ান লাইব্রেরি' বিশ্ববিদ্যালয়টির প্রধান গবেষণা প্রতিষ্ঠান ।
বিশ্ববিদ্যালয় | শহর (দেশ) | প্রতিষ্ঠা | তথ্য কণিকা |
নালন্দা | বিহার (ভারত) | ৪২৭ | |
কারুইন | ফেজ (মরক্কো) | ৮৫৯ | অদ্যাবধি বিরাজমান। |
আল-আজহার | কায়রো (মিশর) | ৯৭০ | ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় |
বলগনা | বলগনা (ইতালি) | ১০৮৮ | |
অক্সফোর্ড | অক্সফোর্ড (যুক্তরাজ্য) | ১০৯৬ | এই বিশ্ববিদ্যালয়ে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম Ashmolean Museum (১৬৮৩ খ্রি.) প্রতিষ্ঠিত হয়। |
ক্যামব্রিজ | ক্যামব্রিজ (যুক্তরাজ্য) | ১২০৯ | |
হাভার্ড | ম্যাসাচুসেটস (যুক্তরাষ্ট্র) | ১৬৩৬ | আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় । |
উম্মুল কুরা | মক্কা (সৌদি আরব) | ১৯৮১ |