বিখ্যাত সাহিত্যিক

বিখ্যাত সাহিত্যিক

ফেরদৌসী (৯৪০ ১০২০ খ্রি.) পারস্যের একজন বিখ্যাত কবি। তিনি সুলতান মাহমুদের দরবারের সভাকবি ছিলেন। প্রাচীন ইরানের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে তাঁর বিখ্যাত মহাকাব্য 'শাহনামা' (৯৭৭-১০১০ খ্রি.)। ফার্সি ভাষায় রচিত 'শাহনামা' মহাকাব্যের বঙ্গানুবাদ করেন মোজাম্মেল হক (ভারত) ও মনিরউদ্দীন ইউসুফ (বাংলাদেশ)।

ওমর খৈয়াম (১০৪৮ ১১৩১ খ্রি.) পারস্যের একজন ফার্সি গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ ও কবি। তাঁর বিখ্যাত গ্রন্থ 'রুবাইয়াত' (চতুষ্পদী কবিতা)। গ্রন্থটি বঙ্গানুবাদ (রুবাইয়াৎ- ই-ওমর খৈয়াম) করেন কবি কাজী নজরুল ইসলাম।

জালাল উদ্দীন মোহাম্মাদ রুমী (১২০৭-১২৭৩ খ্রি.) ছিলেন একজন ফার্সি সুফি, কবি ও ধর্মতত্ত্ববিদ। রুমির বিখ্যাত কাব্যগ্রন্থ 'মসনবী শরিফ'। মসনবীতে রয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত উপাখ্যান এবং গল্প, পাশাপশি প্রতিদিনকার উপকথা।

শেখ সাদী (১২১০ ১২৯১ খ্রি.) ছিলেন একজন মধ্যযুগীয় ফার্সি কবি। গুলিস্তান (গোলাপ বাগান) ও বুস্তান তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।

তুলসীদাস (১৫৩২ - ১৬২৩ খ্রি.) ছিলেন একজন ভারতীয় কবি, ধর্মসংস্কারক ও দার্শনিক। তিনি হিন্দু সম্প্রদায়ের দেবতা রামের জীবন কাহিনী অবলম্বনে 'রামচরিতমানস' মহাকাব্য রচনা করেন।

হাফিজ ইব্রাহিম (১৮৭১ ১৯৩২ খ্রি.) ছিলেন একজন বিখ্যাত মিশরীয় কবি। গরীবদের প্রতি তাঁর রাজনৈতিক অঙ্গীকারের জন্য তাঁকে "নীল নদের কবি" ও "জনগণের কবি" বলে আখ্যা দেওয়া হয়। সামাজিক ও রাজনৈতিক সমস্যাবহুল বিষয়বস্তু তাঁর কবিতার প্রধান উপজীব্য। 'Egypt Speaks about Itself কবির বিখ্যাত কবিতা ।

আল্লামা ইকবাল (১৮৭৭-১৯৩৮ খ্রি.) ব্রিটিশ ভারতের একজন মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। তিনি উর্দু ও ফার্সি ভাষায় কাব্য রচনা করতেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'বাং-ই- দারা', 'আশরার-ই-খুদি', 'জবর-ই-কালিমা', 'শিকোয়াহ ও জবাব-ই শিকোয়াহ' উল্লেখযোগ্য। তিনি ভারতের দেশাত্মবোধক গান 'সারে জাহা ছে আচ্ছা...' এর রচয়িতা।

অক্টাভিও পাজ (১৯১৪- ১৯৯৮ খ্রি.) ছিলেন একজন মেক্সিকান কবি ও কূটনীতিবিদ। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৯০ খ্রি.) লাভ করেন।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ (১৯২৭ ২০১৪ খ্রি.) একজন - কলম্বীয় সাহিত্যিক। তিনি ছিলেন স্প্যানিস ভাষার অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। ১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ 'One Hundred Years of Solitude' (নিঃসঙ্গতার একশ বছর), 'Love in the Time -of Cholera' বিশেষ উল্লেখযোগ্য।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক