জাদুঘর

জাদুঘর (Museum)

অ্যাশমোলিয়ান মিউজিয়ম শিল্পকলা ও প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘর। ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক অ্যাশমলের সংগ্রহ নিয়ে ১৬৮৩ সালে। (সতেরো শতকে) জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়ম। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

ব্রিটিশ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে। এই জাদুঘরের ভিত্তি ছিল তিন জনের সংগ্রহ - স্যার হ্যানস স্লোন, স্যার রবার্ট কটন ও আর্ল অব অক্সফোর্ড রবার্ট হার্লির।

টাওয়ার অব লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত একটি রাজকীয় দুর্গ। এটি নির্মিত হয় ১০৭৮ সালে। এটি বর্তমানে অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। বিখ্যাত 'কোহিনুর' হীরা এখানে শোভা পায়।

মাদাম তুসো জাদুঘর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বিশ্বের জনপ্রিয়। ও বিখ্যাত ব্যক্তিদের মোম দিয়ে তৈরি মূর্তির সংগ্রহশালা।

লুভ্যর মিউজিয়াম (Louver Museum) ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি। প্যারিসে অবস্থিত এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় ১৭৯৩ সালে। বিখ্যাত 'মোনালিসা' চিত্রকর্ম এখানে সংরক্ষিত রয়েছে।

কলকাতা জাদুঘর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর। কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় ১৮১৪ সালে। বর্তমানে এটি ভারতীয় জাদুঘর (Indian -Museum) নামে পরিচিত।

গ্রেকো রোমান মিউজিয়াম মিশরের আলেকজান্ড্রিয়ায় অবস্থিত।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক