দর্শন

দর্শন (Philosophy)

দর্শনের জনকসক্রেটিস
আধুনিক দর্শনের জনকডেকার্ট
মুসলিম দর্শনের জনকআল কিন্দি

ইবনে খালদুন (১৩৩২ ১৪০৬ খ্রি.) ছিলেন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে অন্যতম। তিনি তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ 'কিতাবুল ইবার' (৭ খণ্ড)। প্রথম খণ্ড 'মুকদ্দিমা' (Muqaddimah) নামে পরিচিত।'

থমাস হবস (১৫৮৮- ১৬৭৯ খ্রি.) একজন ইংরেজ দার্শনিক।তিনি লেভিয়েখন (১৬৫১ খ্রি.) নামক গ্রন্থে 'সামাজিক চুক্তি তত্ত্ব ধারণা প্রতিষ্ঠা করেন। তাঁর বিখ্যাত উক্তি-

    ✓ মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক।

    ✓ Knowledge is power.

    ✓Leisure is the mother of philosophy.

ইমানুয়েল কান্ট (১৭২৪ ১৮০৪ খ্রি.) একজন বিখ্যাত জার্মান দার্শনিক। তাঁর বিখ্যাত উক্তি, "সংস্কৃতি হল মানুষের ভিতরের দিক ।

অগাস্ট কোৎ (১৭৯৮১৮৫৭ খ্রি.) একজন ফরাসি দার্শনিক, চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী। তাঁকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় ।

বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল (১৮৭২-১৯৭০ খ্রি.) একজন ব্রিটিশ দার্শনিক, গণিতবিদ এবং সাহিত্যিক। দার্শনিক হলেও তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ হলো- Proposed Roads to Freedom, Power: A New Social Analysis, Political Ideals ।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক