কালাপানি
১৮১৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারত এবং নেপালের মধ্যে একটি চুক্তি হয় যেখানে কালি নদীকে নেপালের অংশ বলে স্বীকার করা হয়। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ জরিপকারীদের দ্বারা অঙ্কিত নদীটির সীমানাকে আলাদা করে দেখানো হয়। ব্রিটিশদের এই দ্বান্দ্বিক বিভাজনের কারণেই বর্তমানে ভারত ও নেপালের মাঝে কালাপানি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে।