ডোকলাম উপত্যকা
চীন-ভুটান-ভারত সীমান্তে অবস্থিত ডোকালাম উপত্যকার ওপর চীন এবং ভুটান দুপক্ষই নিজেদের অধিকার দাবি করে আসছে। ভারত ডোকলাম অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেনি, কিন্তু ভুটানের দাবিকে সমর্থন করে। ২০১৭ সালে এই বিতর্কিত অঞ্চলে চীন একটি সড়ক নির্মাণ শুরু করলে ভুটান আপত্তি জানায়। ভুটানের অনুরোধে সেখানে সেনা পাঠায় ভারত সরকার। ভারতের সঙ্গে উত্তেজনা শুরু হয় চীনের। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর উত্তেজনা প্রশমিত হয়।