ইরাক -ইরান যুদ্ধ

ইরাক-ইরান যুদ্ধ (১৯৮০ ৮৮ খ্রি.): শাত ইল-আরব জলপথ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে বিবাদ ছিল। ৬ মার্চ, ১৯৭৫ শাত-ইল-আরবসহ বিরোধপূর্ণ সকল দ্বিপক্ষীয় সীমান্ত বিরোধ নিরসনকল্পে ইরাক-ইরানের মধ্যে ঐতিহাসিক আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৯ সালে সাদ্দাম হোসেন ইরাকের শাসনভার গ্রহণ করেন এবং ১৯৮০ সালে ইরাকি সেনাবাহিনী অতর্কিতভাবে ইরানি ভূখণ্ড আক্রমণ করে। শুরু হয় ইরাক-ইরান যুদ্ধ। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৮৮ সালে যুদ্ধবিরতির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয় ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক