লেবাননে ইসরায়েলি আগ্রাসন

লেবাননে ইসরায়েলি আগ্রাসন (২০০৬ খ্রি.): ২০০০ সালে জাতিসংঘ লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমানা হিসেবে 'ব্লু লাইন' (Blue Line) চিহ্নিত করে। ২০০৬ সালে ইসরায়েল এক লেবাননভিত্তিক গেরিলা সংগঠন 'হিজবুল্লাহ' কে ধ্বংস করার ঘোষণা দিয়ে দক্ষিণ লেবাননে পুনরায় আগ্রাসন চালায়। হিজবুল্লাহদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ।

• ফোর্স-১৭ (Force 17) ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের কমান্ডো এবং বিশেষ অপারেশন ইউনিট।
• ব্ল‍্যাক সেপ্টেম্বর সংস্থা (Black September Organization) ১৯৭০ সালে গঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক