অন্তর্বর্তীকালীন চুক্তি (১৯৯৫ খ্রি.): ইসরায়েল ও PLO এর মধ্যে গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত অন্তর্বর্তীকালীন চুক্তি (Interim Agreement on the West Bank and the Gaza Strip) স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে গাজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিনি জনগণের স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়। প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি (PNA) এই অংশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে এবং রামাল্লাকে প্রশাসনিক রাজধানী হিসাবে ব্যবহার করে।