ক্যাম্প ডেভিড চুক্তি (১৯৭৮ খ্রি.): মিশর এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক 'ক্যাম্প ডেভিড চুক্তি' স্বাক্ষরিত হয়। ক্যাম্প ডেভিড যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন রাষ্ট্রপতিদের বিশ্রামের স্থান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমিকার্টার এই চুক্তির মধ্যস্থতা করেন। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাথেম বেগিম যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার (১৯৭৮ খ্রি.) পান ।