চতুর্থ আরব- ইসরাইলের সংঘাত

চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ বা প্রথম তেল সংকট (১৯৭৩ খ্রি.)

মধ্যেপ্রচ্যের প্রধান রপ্তানি পণ্য তেল (Petroleum)। ১৯৭৩ সালের ১৭ অক্টোবর আরব তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন OAPEC আরব-ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে ঘোষণা করে যে, ইসরায়েলকে সমর্থনকারী কোনো দেশে তারা তেল সরবরাহ করবেনা। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ এবং জাপানে তেল সরবরাহ বন্ধ হয়ে যায় খনিজ তেলের উপর শিল্পোন্নত দেশসমূহের নির্ভরতার সুযোগে ওপেকের সদস্য রাষ্ট্রসমূহ একচেটিয়াভাবে তেলের দাম বাড়িয়ে দেয়। ফলে পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে সংকটের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সিনাই উপত্যকা এবং গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করলে ওপেক ১৯৭৪ সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক