দ্বিতীয় আরব- ইসরাইলের সংঘাত

দ্বিতীয় আরব-ইসরায়েল যুদ্ধ বা সুয়েজ সঙ্কট (১৯৫৬ খ্রি.): মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খালের জাতীয়করণ করেন। খালটির ওপর পশ্চিমা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৫৬ সালে ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স মিশর আক্রমণ করে। মিশরীয়রা পরাজিত হয় তবে তারা খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনা সুয়েজ সংকট বা ত্রিপক্ষীয় আগ্রাসন নামে পরিচিত। ১৯৫৬ সালের অক্টোবর থেকে ১৯৫৭ সালের মার্চ পর্যন্ত সুয়েজ খাল বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং জাতিসংঘ তিন আক্রমণকারী পক্ষকে সরে আসতে বাধ্য করে। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক