আরব লীগ

আরব লীগ -Arab League

 

প্রতিষ্ঠাকাল  : ২২ মার্চ, ১৯৪৫               

প্রতিষ্ঠাকালীন সদস্য (৭টি): সৌদি আরব, ইরাক, মিশর, লেবানন, জর্ডান, সিরিয়া এবং ইয়েমেন।

প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর :  কায়রো, মিশর।

  • ১৯৭৯ সালে মিশর-ইসরায়েল শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে আরবলীগে মিশরের সদস্যপদ স্থগিত করা হয় এবং সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানান্তর করা হয়।
  • ১০ বছর পর ১৯৮৯ সালে মিশরের সদস্যপদ পুনর্বহাল করা হয় এবং ১৯৯০ সালে সদর দপ্তর পুনরায়। কায়রোতে ফিরিয়ে আনা হয়।
  • পরে যোগ দেয়ঃ আলজেরিয়া, বাহরাইন, কমোরোস, জিবুতি, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া এবং সংযুক্ত আরব আমিরাত

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক