মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য (Middle East) - ১৮টি দেশ

বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইয়েমেন, সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর, ইসরায়েল , ফিলিস্তিনি , উওর সাইপ্রাস  এবং তুরস্ক ।

আরবি ভাষা

আরবি সেমিটীয় ভাষা পরিবারের সদস্য। আরবি ভাষা ২৬ টি দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীর দেশে সংখ্যার বিচারে আরবি ভাষার অবস্থান পৃথিবীতে তৃতীয়। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক