কোরীয় শান্তি আলোচনা
১৯৯৮-২০০৮ দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে আলোচনায় সম্পৃক্ত করার জন্য 'সানশাইন নীতি' (Sunshine Policy) অবলম্বন করে।
২০১৮ (২৭ এপ্রিল) পানমুনজম গ্রামের 'পিস হাউস' এ উত্তর কোরিয়ার কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে 'পানমুনজম ঘোষণা' তে স্বাক্ষর করেন।