Nine-eleven (৯/১১)
২০০১ সালের ১১ সেপ্টেম্বর উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা চারটি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং এর দুটি আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি আঘাত করে ভার্জিনিয়ার পেন্টাগনে এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। ৯/১১ এর ধ্বংসযজ্ঞের পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসন 'Department of Homeland Security প্রতিষ্ঠা করে।
বিশ্ববাণিজ্য কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটজ এলাকায় অবস্থিত ৭টি ভবনের একটি স্থাপনা। স্থাপনাটি সবচেয়ে উঁচু দুটি ভবন (১১০ তলা বিশিষ্ট) এর নামানুসারে টুইন টাওয়ার নামেও খ্যাত ছিলো। ৯/১১ এর সন্ত্রাসী বিমান হামলায় টুইন টাওয়ার ধসে পড়ে। ফাংসস্তুপ অঞ্চলটি 'গ্রাউন্ড জিরো' (Ground Zero) নামে পরিচিত পায়। পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর। এটি ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত। ওয়াশিংটন ডিসি ও পেন্টাগনের মাঝ দিয়ে পোটোম্যাক নদী প্রবাহিত। পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। |