যুগোশ্লাভিয়া বিলুপ্তি

সমাজতান্ত্রিক যুগোশ্লাভিয়া এবং চেকোশ্লাভাকিয়ার পতন

যুগোশ্লাভিয়ার বিলুপ্তি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুগোশ্লাভিয়া মার্শাল টিটোর নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি ঝুঁকে পড়ে। কিন্তু মার্কসবাদের ব্যাখ্যা নিয়ে যুগোশ্লাভিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের বিরোধ দেখা দেয়। টিটো সোভিয়েত আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সোভিয়েত ব্লক থেকে বেরিয়ে যান। তিনি তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ে জোটনিরপেক্ষ আন্দোলনের জন্ম দেন।

যুগোশ্লাভিয়া ছিল ৬টি রিপাবলিক (বসনিয়া ও হার্জেগোভিনা,ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, শ্লোভেনিয়া এবং সার্বিয়া) ও ২টি স্বায়ত্তশাসিত প্রদেশ (কসোভো এবং ভজভোডিনা) এর সমন্বয়ে গঠিত একটি ফেডারেল রাষ্ট্র। দেশটির পুরো জনসংখ্যার মাঝে সার্বরা (খ্রিষ্টান ধর্মাবলম্বী) ছিল সংখ্যাগরিষ্ঠ। তারা দেশটির অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করতো। প্রেসিডেন্ট টিটো বিভিন্ন রিপাবলিককে একটি ফেডারেল রাষ্ট্র কাঠামোয় একত্রিত রাখতে সমর্থ হলেও, টিটু পরবর্তী নেতৃত্ব জাতিগত দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়। সার্বদের একক নেতৃত্ব করার প্রবণতা রিপাবলিকগুলোকে স্বাধীনতার দিকে ঠেলে দেয়। ১৯৯১ সালে ক্রোয়েশিয়া, শ্লোভেনিয়া এবং মেসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে। আর মুসলিম অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করে ১৯৯২ সালে। বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ায় সশস্ত্র আক্রমণ শুরু করে সার্বরা। লক্ষ লক্ষ মুসলমান ঘরছাড়া হয় অথবা গণহত্যার শিকার হয়। পরিস্থিতি মোকাবেলায় বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন UNPROFOR (United Nations Protection Force) প্রেরণ করা হয়। ১৯৯৫ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় যুদ্ধরত পক্ষসমূহ (বসনিয় ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া) যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটনে একটি শান্তি চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছায়। ১৪ ডিসেম্বর, ১৯৯৫ ফ্রান্সের প্যারিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়-য ডেটন শান্তি চুক্তি নামে পরিচিতি পায়। ফলে এই যুদ্ধের অবসান হয়।

১৯৯২ সালে যুগোশ্লাভিয়ার বিলুপ্তির সময় কসোভো সার্বিয়ার অন্তর্ভুক্ত হয়। কিন্তু শুরু থেকেই কসোভা আলাদা হয়ে যাওয়ার আন্দোলন শুরু করে। আন্দোলন থামাতে কসোভোর সংখ্যাগুরু আলবেনীয় মুসলিমদের নির্বিচারে হত্যা করে সার্বরা। সহিংসতা বন্ধে আন্তজার্তিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ন্যাটো ১৯৯৯ সালে কসোভোর সার্ব লক্ষ্যবস্তুতে বোমা হামলা শুরু করে। একে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় সার্বরা। কুমানোভো চুক্তি (১৯৯৯ খ্রি.) এর মাধ্যমে এই যুদ্ধের অবসান হয় এবং জাতিসংঘ প্রশাসন কসোভোর দায়িত্ব নেয়। এর প্রায় এক দশক পরে ২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক