উপজাতি
উপজাতি বলতে এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যা আলাদা বাট গঠন করতে পারেনি কিন্তু নিজের একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। নিচে কয়েকট উপজাতির পরিচয় তুলে ধরা হলো-
উইঘুর চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়।
হই (Hui) চীনের বৃহত্তম মুসলিম সম্প্রদায়।
নাগা ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতি।
শেরপা হিমালয়ের পাদদেশে (নেপাল ও তিব্বত অঞ্চলে) বসবাসকারী আদিবাসী।
টোডা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বত অঞ্চলের আদিবাসী। টোডা সমাজে বহুস্বামী ভিত্তিক পরিবার দেখা যায়।
বেদে ভারতীয় উপমহাদেশের যাযাবর জাতি বিশেষ। বেদের আদি নাম মনতং।
আফ্রিদি পাকিস্তানের খাইবার-পখতুনখোয়া প্রদেশের একটি উপজাতি।
বেদুঈন আরবের যাযাবর জনগোষ্ঠী।
তাতার সাইবেরিয়া (রাশিয়া), ইউক্রেন, উজবেকিস্তান অঞ্চলের মুসলিম সম্প্রদায়।
এস্কিমো সাইবেরিয়া (রাশিয়া), আলাস্কা (যুক্তরাষ্ট্র), কানাডা, গ্রীনল্যান্ড অঞ্চলের আদিবাসী। এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ (Sledge)। স্লেজ গাড়ি চালাতে Siberian Husky বা Alaskan malamute কুকুর ব্যবহৃত হয়।
মুর উত্তর আফ্রিকায় বসবাসরত মুসলিম আরব জনগোষ্ঠী।
হট্ট ও টুটসি রুয়ান্ডার দুটি প্রধান উপজাতি।
পিগমি পৃথিবীর সবচেয়ে খর্বকায় নৃগোষ্ঠী। মধ্য আফ্রিকা ৯ (গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি প্রভৃতি) এর আদিবাসী।
জুলু দক্ষিণ আফ্রিকার বান্টুভাষী জনগোষ্ঠী।
মাওরী নিউজিল্যান্ডের আদিবাসী