চীনে সমাজতান্ত্রিক বিপ্লব
রুশ বিপ্লবের প্রদর্শিত পথেই তিন দশক পরে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যুগান্তকারী চীন বিপ্লব সংঘটিত হয়। চীনের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেন মাও সেতুং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করলে কমিউনিস্টরা চীনের অনেক অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কমিউনিস্ট এবং জাতীয়তাবাদীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে চীনে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৪৫ - ১৯৪৯ সাল পর্যন্ত চীনে গৃহযুদ্ধ চলে। ১৯৪৯ সালে চীনের মূল ভূখণ্ডে মাও সেতুং এর নেতৃত্ব কমিউনিস্টদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। মাও সেতুং ১৯৪৯ সালের ১ অক্টোবর চীনকে গণপ্রজাতন্ত্রী (People's Republic of China) হিসেবে ঘোষণা করেন এবং তিনি গণপ্রজাতন্ত্রী চীনের চেয়ারম্যান পদ গ্রহণ করেন। চায়না জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ফারমোজায় আশ্রয় গ্রহণ করে Republic of China (তাইওয়ান) প্রতিষ্ঠা করে। সোভিয়েত ইউনিয়ন চীনের নতুন সরকারকে স্বাগত জানায়। কমিউনিস্টদের প্রতি তীব্র ভয় এবং ক্ষোভ থেকে যুক্তরাষ্ট্র চীনের নতুন সরকারকে স্বাগত জানানোর মত সৌজন্য দেখাতে পারেনি।
বিপ্লব পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ: ১৯৫৬ সালে চীনে'শতফুল ফুটতে দাও' নীতি গ্রহণ করেন মাও সেতুং। তিনি রাষ্ট্রের বিভিন্নমুখী চিন্তাধারা প্রকাশে বুদ্ধিজীবী শ্রেণিকে স্বাধীনতা প্রদান করেন। চীনের কৃষি অর্থনীতিকে খুব দ্রুত একটি শিল্প হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেন মাও সেতুং। তাঁর এই কর্মসূচি Great Leap Forward নামে পরিচিতি পায়। তাঁর এই উদ্যোগ ব্যর্থ হলে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ (১৯৫৯-৬১ খ্রি.) হয়। এরপর সাংস্কৃ তিক বিপ্লব (১৯৬৬ - ৭৬ খ্রি.)- এর কারণে চীনের অর্থনীতিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে কমিউনিস্ট পার্টিকে মুক্ত করতে মাও সেতুং এই বিপ্লবের সূচনা করেন।
১৯৭১ সালে চীনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস (Ping-pong) দল চীন সফর করে। এই সফরের মধ্য দিয়ে দেশ দুটির দীর্ঘ দিনের বৈরী সম্পর্কের বরফ গলতে শুরু করে। এই ঘটনা 'পিং-পং কূটনীতি' (Ping-pong Diplomacy) নামে পরিচিতি পায়। পিং-পং ডিপ্লোমেসির ইংরেজি প্রতিশব্দ Table Tennis Diplomacy।