ওয়ারস

ওয়ারশ (Warsaw Treaty Organization) এর জন্ম হয় ১৯৫৫ সালে। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সমন্বয়ে গড়ে ওঠে ওয়ারশ প্যাক্ট, যার নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। জন্মলগ্নে ওয়ারশ প্যাক্টের সদস্য সংখ্যা ছিল ৮। দেশগুলো হচ্ছে বুলগেরিয়া, চেকোশ্লাভিয়া, পূর্ব জার্মানি, পোল্যান্ড, রুমানিয়া, সোভিয়েত ইউনিয়ন, হাঙ্গেরি এবং আলবেনিয়া। ওয়ারশ জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল কমিনর্ফম (Cominform - Communist Information Bureau) গঠনের মাধ্যমে। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক আদর্শে শাসিত ৮টি দেশকে কঠিন নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ১৯৪৭ সালে কমিনর্ফম গঠন করে সোভিয়েত ইউনিয়ন। মার্শাল প্লানের প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপের দেশগুলোতে আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে ১৯৪৯ সালে কমেকন (Comecon Council for Mutual Economic Assistance) গঠন করে সোভিয়েত ইউনিয়ন। পূর্ব ইউরোপের প্রতিটি দেশে সোভিয়েত ইউনিয়নের সমর্থনপুষ্ট সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও সেখানে ভেতরে ভেতরে সোভিয়েত বিরোধিতাও লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আলবেনিয়ার শাসক আনোয়ার হোজ্জার কথা উল্লেখ করা যায়। সোভিয়েত আধিপত্যের সমালোচনা করেছিলেন তিনি এবং ১৯৬৮ সালে ওয়ারশ প্যাক্ট থেকে আলবেনিয়াকে বের করে নিয়ে এসেছিলেন। কিন্তু তারপরও পূর্ব ইউরোপের দেশগুলোতে সোভিয়েত আধিপত্য ও কর্তৃত্ব বজায় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে বিভক্ত করে পূর্ব এবং পশ্চিম জার্মানি গঠন করা হয়। পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং পশ্চিম জার্মানিতে পুঁজিবাদী ব্যবস্থা চালু করা হয়। পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে না লাগে, সেজন্য পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসকেরা বার্লিন শহরের মাঝ দিয়ে তৈরি করে ১৫৫ কি.মি. দীর্ঘ কংক্রিটের প্রাচীর। ১৯৬১ সালের ১৩ আগস্ট এই প্রাচীরের নির্মাণকাজ শুরু হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক