iron curtain

লৌহ পর্দা (Iron Curtain)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ দু'ভাগে বিভক্ত হয়ে যায়, পশ্চিম ইউরোপ ও পূর্ব ইউরোপ। পশ্চিম ইউরোপে পুঁজিবাদ তথা সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটে, অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত ধাঁচের সমাজতন্ত্র বিকশিত হয়। ১৯৪৬ সালের ৫ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যুক্তরাষ্ট্রের ফুলটনে এক বক্ততায় ইউরোপের পশ্চিম ও পূর্বের এই বিভক্তিকে 'লৌহ পর্দা' বলে অভিহিত করেন। দুই মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে দু'টি সামরিক জোট ন্যাটো এবং ওয়ারশ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক