স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration - PCA): নেদারল্যান্ডের হেগ-এ অবস্থিত স্থায়ী সালিসি আদালত একটি প্রাচীনতম আন্তর্জাতিক সালিসি সংস্থা। ১৮৯৯ সালে প্রথম হেগ সম্মেলনের মাধ্যমে 'Hague Convention for the Pacific Settlement of International Disputes'- এর ২০-২৯ নং অনুচ্ছেদ দ্বারা সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এটি জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান নয়। |